ইসরায়েলের কর্তৃক ফিলিস্তিনে নৃশংস গণহত্যায় হামলায় তীব্র নিন্দা প্রতিবাদ সমালোচনা ঝড় উঠে সারা বিশ্বে। এরই ধারাবাহিকতায় ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা নগরের লালদীঘি মাঠ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রশিবির মহানগর উত্তর সভাপতি জনাব তানজির হাসান জুয়েল ও দক্ষিণ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম রনি।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গাজায় আমাদের মজলুম ভাইবোনরা যখন তাদের সেহরির প্রস্তুতি গ্রহণ করছিলেন, ঠিক সে মুহুর্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারো নৃশংসতা শুরু করেছে দখলদার ইসরায়েল। বেসামরিক নাগরিকদের উপর যে বিভীষিকাময় নির্যাতন দখলদাররা চালাচ্ছে তা শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবতার প্রতি এক চরম অবজ্ঞা।
নেতৃবৃন্দ আরো বলেন, যুদ্ধবিরতির সময়ে এমন নৃশংসতা কেবল গাজার জনগণের উপর নয়, সমগ্র মানবতার উপর এক গভীর আঘাত। কিন্তু বিশ্বনেতারা আজও চুপ করে রয়েছে, অথচ গাজায় মানবাধিকার ও জীবনের মৌলিক অধিকার দখলদারের বুটের নিচে পদদলিত করা হচ্ছে। এই দখলদারি শুধুমাত্র নিরীহ মানুষের ক্ষতিই করছে না, বরং এটি পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকেও ধ্বংস করছে।
আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, এমন অবিচারের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নীরবতা কোনভাবেই সহ্য করা হবে না। মানবতা, মুক্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আওয়াজ তোলার সময় এসেছে। গাজার ভাইবোনদের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এবং ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দেশের চলমান সংকটে নাগরিকদের জাগ্রত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দরা আরো বলেন, নানা কুচক্রী মহল বাংলাদেশকে নিয়ে আবারো ষড়যন্ত্র শুরু করেছে। তাদের হুশিয়ার করে বলে দিয়ে চাই এ জমিনে ইসলামী ছাত্রশিবির যতদিন বেঁচে আছে দেশ ও জাতীকে নিয়ে তাদের করা সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে ইনশাআল্লাহ।
ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিতে চাই,বাংলাদেশে তাদের কোন স্থান হবে না। আমরা কখনো আমাদের স্বকীয়তা, স্বাধীনতা এবং জাতীয় স্বার্থকে ধ্বংস করতে চাওয়া অপশক্তির ফাঁদে পড়তে দিবো না। তাদের সকল কূটকৌশল প্রতিহত করতে আমরা একত্রিত, দৃঢ় এবং অটল থাকব। বাংলাদেশ হবে আমাদের, দেশের মানুষের, এবং ইসলামের ভূমি।
মানববন্ধনে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ সেক্রেটারী মাইমুনুল ইসলাম মামুন ও উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য: ইসরায়েলের একের পর এক ফিলিস্তিনের প্রতি
বেআইনী আঘাত হত্যাজান্ড যা সম্প্রতি শীর্ষ-সমালোচিত সারা বিশ্বজুড়ে। মুহূর্তের মধ্যে শীর্ষ শিরোনাম সংবাদ প্রকাশ হয় গনমাধ্যমে। বৃদ্ধ শিশু নারীসহ নিরস্ত্র সাধারণ চার শতাধিক মানুষের তাজা প্রাণ কেড়ে নিল ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলায়। যা পৃথিবীর সব নিষ্ঠুরতাকেই যেন হার মানায়।