বিশেষ প্রতিনিধি :
সন্দ্বীপের তরুণ সমাজ, একটিভিস্ট ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে ‘কেমন সন্দ্বীপ চাই’ শীর্ষক মতবিনিময় সভা ও ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল-২০২৫ ) বে-ভিউ রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সন্দ্বীপের সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ নুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মোসলেহ উদ্দিন জুয়েল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুজাহিদুল ইসলাম তারেক, মনজুর মাওলা, আমির হোসেন জুয়েল ও ফারুক হোসাইন।
‘কেমন সন্দ্বীপ চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় বক্তাদের মতামতে নাগরিক পার্টির কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের প্রতিনিধি আমির হোসেন আতিক বলেন, “সন্দ্বীপের উন্নয়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায়ের পথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।” ইঞ্জিনিয়ার মাছুম বলেন, সন্দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি। টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। ফাহাদ মোস্তফা বলেন, “আমাদের তরুণ সমাজকে সুশিক্ষিত ও সচেতন করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। সন্দ্বীপের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান বের করতে হবে।”
সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এহসানুল মাহবুব জুবায়ের সন্দ্বীপের ভৌগোলিক অবস্থানগত সমস্যাগুলো চিহ্নিত করে, প্রতিকূলতাগুলোকে পাশ কাটিয়ে শিক্ষা, চিকিৎসা, কৃষি সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে জোর দেন। একই সাথে তিনি ভুমি নিয়ে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন ভূমি জরিপের কাজ পদ্ধতি অনুসরণ করে হলে একজনের জমি আরেকজন জোর জবরদস্তি করে দখলে নিয়ে নেওয়ার চর্চা চলমান রয়েছে সেটা কমে যাবে। এছাড়াও তিনি সন্দ্বীপ এবং বাংলাদেশের উন্নয়নে তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে তাদের সুস্থ রাজনৈতিক চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান এবং রাজনৈতিক দলগুলোর প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান। অনুষ্ঠানটিতে সন্দ্বীপের অর্ধশতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সন্দ্বীপের সমস্যা ও সমাধান নিয়ে এ ধরনের সভা আয়োজন করা হবে। সভা শেষে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
