সন্দ্বীপ প্রতিনিধি :
“আদর্শ যুবকেরা জাগলেই বাংলাদেশ জাগবে” এ প্রতিপাদ্য নিয়ে ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে সন্দ্বীপের ৩০ জন দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্নকারী নবীন আলেমকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার,
(৩ এপ্রিল) উপজেলার কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা ক্বারী দিদারুল মাওলা। সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দীন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা মীর ইসমাইল হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলার সভাপতি মাস্টার মাকছুদুর রহমান, ইসলামী আন্দোলন সন্দ্বীপ শাখার উপদেষ্টা হাফেজ মু.আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার উপদেষ্টা হাফেজ মেহেদী হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি শেখ জাহিদুল ইসলাম, ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত ভূঁইয়া ও নবীন আলেম হাফেজ এহসান উল্ল্যাহ । উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, যুগ্ম সম্পাদক হাফেজ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক কারী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ আরজু, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি হুসাইন আহমেদ, প্রকাশনা সম্পাদক শেখ ফরিদ, অর্থ সম্পাদক মাস্টার জিহাদুর রহমান, যুব উন্নয়ন ও কর্মসংস্হান সম্পাদক কারী আবদুর রহমান, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবুল হাসনাত, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কারী জাহেদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক কারী মুজাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আরাফাত হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক কারী রাসেল হুসাইন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, সংখ্যালুগু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক কারী মাহবুবুল মাওলা,উপ সম্পাদক কারী আজিজুল হাসান, মাছুমুর রহমান প্রমূখ।
