বিশেষ প্রতিনিধি :
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ খ্রী. বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘অদম্য একুশ’ এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। কুমিল্লা নগরীর এক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের মূল লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ‘অদম্য একুশ’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক মণ্ডলী। বক্তারা জানান, “অদম্য একুশ” একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা, শিক্ষার আলো পৌঁছে দেওয়া, পরিবেশ সুরক্ষা, রক্তদানে উদ্বুদ্ধকরণসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা। অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
‘অদম্য একুশ’-এর পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা কার্যক্রমসহ আর ও যুবদের নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্ত উন্নয়ন সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে। অদম্য- ২১ হলো, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সচেতন যুবদের সমাজ উন্নয়ন বিষয়ক সংগঠন।