মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুলে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
মিরসরাই পৌরসভা ছাত্রদল নেতা আবদুল্লা আল মামুন ও মিরসরাই কলেজ ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হুসাইন মুহাম্মদ মাসুম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিমুল ইসলাম সজিব, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম নিশান, রফিক, রাব্বি ও সজিব।মিরসরাই পৌরসভা ছাত্রদল নেতা আবদুল্লা আল মামুন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ ও আগামীর নেতৃত্বে উপযুক্ত প্রার্থী তৈরি করা। পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করা, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।’