মোঃ জাকিরুল ইসলাম, রিপোর্টার, চট্টগ্রাম
আজ (১০শে এপ্রিল) রোজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০:০০ টায় আরম্ভ হয়। যা নিরবিচ্ছিন্নভাবে চলে দুপুরে ১:০০টা পর্যন্ত।
শিক্ষা বোর্ডের তথ্য মতে, এসএসসি এবং সমমানের পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।
প্রতিবছরের ন্যায় এ বছরও বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা যা বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে শেষ হবে।
এ বছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৬৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪০৬২৮ জন শিক্ষার্থী ২১৯ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার অংশগ্রহণ করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তথ্য মতে, হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার মধ্যে এসএসসি ৯টি, এসএসসি (ভোকেশনাল)২টি এবং দাখিল ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি ৯টি কেন্দ্রে প্রথম দিনে বাংলা ১ম পত্রে মোট শিক্ষার্থী উপস্থিত ছিল ৫৫৮১ জন। যার মধ্যে ছাত্র ২৩৭৬ জন, ছাত্রী ৩২০৫ জন এবং অনুপস্থিত ছিল ৫১ জন।
এসএসসি (ভোকেশনাল) ২টি কেন্দ্রে বাংলা ২য় পত্রে মোট শিক্ষার্থী উপস্থিত ছিল ৩০৪ জন। যার মধ্যে ছাত্র ২৭০জন,ছাত্রী ৩৪ জন এবং অনুপস্থিত ছিল ১জন।
দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে প্রথম দিনে কোরআন মাজীদ ও তাজবীদ পরীক্ষায় মোট শিক্ষার্থী উপস্থিত ছিল ১১০৮ জন। যার মধ্যে ছাত্র ৫০৮ জন,ছাত্রী ৬০০ জন এবং অনুপস্থিত ছিল ২১ জন।