ইপসা কর্তৃক বিএনসিসির ক্যাডেটদের “দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ুগত পরিবর্তন” বিষয়ক প্রশিক্ষণ প্রদান সফল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
দেশে যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ওঃননউ দুর্যোগ মোকাবেলায় ইপসা’র পক্ষ হতে বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ক্যাডেটদের “দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ুগত পরিবর্তন” বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যনে ক্যাডেটদের দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, সচেতনতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উত্তরণ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, উউুু, ুুুগবিএনসিসি’র মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) এবং কর্ণফুলী রেজিমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “যুব সমাজকে সচেতন করে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। ক্যাডেটরা দেশের যেকোনো দুর্যোগে দক্ষতার সঙ্গে সাড়া দিতে পারবে এ প্রশিক্ষণের মাধ্যমে।”
প্রশিক্ষণ পরিচালনা করেন ইপসার সহকারী পরিচালক ও ইয়ূথ ফোকাল আব্দুস সবুর। উল্লেখ্য, স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন- ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।