ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ, ১৪৩১, ১৫ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
চট্টগ্রামে নববর্ষ উদযাপন মঞ্চ ভাঙচুর আটক-৬: দেশে অস্থিরতা ষড়যন্ত্রে দুর্বৃত্তরা
নগরীর জলাবদ্ধতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: মেয়র শাহাদাত
শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সন্দ্বীপ থানায় মতবিনিময় সভা
রাস্তায় ঝুঁকিপূর্ণ কাজে ৬ জনকে জরিমানা : চসিক
চন্দনাইশে ধর্ষণের পর হত্যা মামলার আসামি নাজিম গ্রেফতার
সন্দ্বীপের জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন
নগরীর খুলশীতে বিএনপি’র গ্রুপ সংঘর্ষ আহত – ৩: প্রশাসন সক্রিয়
চবিতে ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন
বিজিবির মানবিক উদ্যোগ: দুর্গম পাহাড়ী জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিত প্রকল্প
আমার স্মৃতিতে এসএসসি পরীক্ষা এবং আমার মেয়ের পরীক্ষা ভাবনা

চসাস’র প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে সভা ও মধ্যাহ্নভোজ

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার আয়োজনে প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে সভা ও মধ্যাহ্নভোজ। (চসাস) উদ্যোগে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি তুষার দাসের শ্রদ্ধেয় শ্বশুর চন্দন কুমার বিশ্বাসের স্মরণে এক স্মরণসভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর সদরঘাট কালি বাড়ি মোড়স্থ স্যাডেল পিক রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, “চন্দন কুমার বিশ্বাস ছিলেন একজন সৎ, আত্মপ্রত্যয়ী ও মানবিক গুণে গুণান্বিত মানুষ। এমন একজন ব্যক্তির স্মরণে আয়োজিত এ সভা প্রমাণ করে, ভালো মানুষ কখনও হারিয়ে যায় না।
তিনি আরো বলেন, “আমাদের রাজনীতির মূল চেতনা হওয়া উচিত জনগণের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঠিক এই চেতনা নিয়ে দলের হাল ধরেছেন। তাঁর নেতৃত্বে আমরা জনগণের জন্য রাজনীতি করি, রাজনৈতিক জীবনে আমরা বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আদর্শচ্যুত হইনি। সাংবাদিকরা আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, তারেক রহমান এবং আমরা সাংবাদিকদের পাশে আছি এবং থাকব। স্বাধীন ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরও দায়িত্ব রয়েছে, এবং আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা ড. জিনবোধি ভিক্ষু। তিনি বলেন, “মানুষের জীবনে কিছু সম্পর্ক হৃদয়ের গভীরে স্থায়ী হয়। প্রয়াত চন্দন কুমার বিশ্বাস তেমনই একজন, যাঁর প্রজ্ঞা, সততা ও সামাজিক দায়বদ্ধতা প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিকের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু। বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ও চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এড. মো. হেলাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মাইকেল চৌধুরী এবং চসাসের দাতা সদস্য মো. মোশতাক আহমেদ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও সমাজকর্মী প্রণব রাজ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য তুষার দাস, সাংবাদিক সামির হোসেন মোহন, আব্দুল মালেক, সাংবাদিক আনিছুর রহমান, পলাশ কান্তি নাথ, জাহাঙ্গীর আলম, আব্দুল মোমিন, মোঃ সাইফুল, রাফিকা আক্তার, শাকিল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবীর চৌধুরী, আফনান আনসারী মোজাহেদুল ইসলাম শাকিব সহ প্রমূখ। স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন চসাসের কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে স্মরণসভা শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved