সন্দ্বীপের জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। এতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত জাহাঙ্গীরের মেয়ে জোবেদা আক্তার কলি। তিনি বলেন, ‘আমার বাবা সন্দ্বীপ গাছুয়া ৯ নং ওয়ার্ডে দৌলতের বাড়ির বাসিন্দা। এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহবুদ্দিন সুমন ও তাঁর দলবল নিয়ে আমার বাবার কাছে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিল। না পেয়ে গত ২০ জানুয়ারি দিনে-দুপুরে আমার বাবাকে হত্যা করে।’
তিনি আরো বলেন, ‘এই ব্যাপারে সন্দ্বীপ থানায় মামলা হওয়ার পরও পুলিশের গড়িমসির কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যার কারণে আমরা পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় জাহাঙ্গীরের ভগ্নিপতি আব্দুল মালেক, মেয়ের জামাতা আমিনুল হক সুমন উপস্থিত ছিলেন।