স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা ‘র প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ -১৪৩২ / বর্ষবরণ উদযাপন করা হয়। ইপসা পরিবারের সদস্যদের অংশগ্রহণে “এসো এসো বৈশাখ এসো এসো ” বৈশাখী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। তাঁর বক্তব্যে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতা কে হৃদয়ে ধারণ করে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় একইসাথে তিনি ব্যক্তি জীবনে এবং কর্মক্ষেত্রে দেশপ্রেম, মানবিকতা, মূল্যবোধের উপর সর্বাদিক গুরুত্বারোপ করেন। ইপসার সহকারী পরিচালক কাজী ফারহানা ইদ্রিসের সঞ্চালনায় আবৃত্তি, গান পরিবেশনায় অংশগ্রহণ করেন যথাক্রমে সাজেদুল আনোয়ার, ফাহমিদা আক্তার মুনিয়া, জয়তী ঘোষ, সাঈদ আকতার প্রমূখ। প্রতুল মুখোপাধ্যায় এর বিখ্যাত গান “আমি বাংলার গান গাই” সমবেত সঙ্গীত পরিবেশন করেন ইপসার পরিবারের সকল সদস্যবৃন্দ। অনষ্ঠান শেষে বাঙালির ঐতিহ্যবাহী আটকৌরয়, ছানা, সন্দেস, খই, মুড়ি, নাড়ু, বারোয়ারী আচার, মিষান্ন ইত্যাদি পরিবেশন করা হয়।
