সীতাকুণ্ড প্রতিনিধি :
কেএসআরএম কতৃপক্ষের লড়ি চাপায় হাফেজ দিদারুল আলম নিহত হওয়ায় প্রতিবাদ ও বিচারের দাবিতে ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তারা বলেন! রয়েল সিমেন্ট, কেএসআরএম, কেডিএস স্টিল মিলস এর গাড়ি মহাসড়কে অবৈধভাবে পার্কিং বন্ধ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার জন্য এসব কারখানার কতৃপক্ষ সকল দায়ভার বহন করতে হবে।
তাদের গাড়ি পার্কিং অনতিবিলম্বে বন্ধ করে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের চলাচল উপযোগী করতে কতৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে ব্যাবস্থা নেওয়া কঠোর হুশিয়ারী দেন বক্তারা।