সন্দ্বীপ প্রতিনিধি :
সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর সভাপতি ফিরোজ আহমদ নিউইয়র্ক সিটি ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২ এর বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর ২০২৫ -২০২৭ তিনি এই দায়িত্ব পালন করবেন। কমিউনিটি বোর্ড ১২ এর এলাকা হচ্ছে- কেনসিংটন, বড়ো পার্ক, ওশান পার্কওয়ে ও মিডউড। এই এলাকাগুলোর বাজেট, উন্নয়ন, পুলিসিং, ট্রান্সপোর্ট, পার্কসহ নানান বিষয়ে কমিউনিটি বোর্ড নিউইয়র্ক সিটি মেয়র, বোরো প্রেসিডেন্ট ও কাউন্সিল মেম্বারদের সাথে কাজ করে থাকে। ফিরোজ আহমদ এর আগেও কমিউনিটির বিভিন্ন সংগঠনের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারমধ্যে উল্লেখযোগ্য সাবেক নির্বাচন কমিশনার বাংলাদেশ সোসাইটি ইনক, সাবেক মেম্বার সেক্রেটারি ফোবানা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সন্দ্বীপ সোসাইটি ইউএসএ, ফোবানার বর্তমান স্টিয়ারিং কমিটির ট্রেজারার, সদস্য নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব সহ আরো অনেক প্রতিষ্ঠানের সাথে থেকে নানান জনহিতকর কাজে যুক্ত আছেন।
