ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র, ১৪৩২, ২১ রবিউল আউয়াল, ১৪৪৭
সর্বশেষ
পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন- খোরশেদ আলম 
আগামী ১৫ নভেম্বর পটিয়া অটো টেম্পো পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির  ত্রি-বার্ষিক নির্বাচন 
প্যাডক্স জিন্স লিমিটেডে আন্তঃসেকশন ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সন্দ্বীপের কৃতি সন্তান প্রফেসর ড. এনায়েতুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিপিজেএফ নরসিংদী জেলা শাখার সভাপতি শান্ত বণিক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ
শিশু সাহিত্য সম্মেলনে ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহীকে সংবর্ধনা
পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের ‘নাকধরা মানববন্ধন’ কর্মসূচি
সীতাকুণ্ডের সাবেক এমপি দিদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা!
সরকার উৎখাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলকারী গ্রেপ্তার – ৮
রংপুরে জাতীয় পরিবেশ অধিদপ্তরের  কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত  

চট্টগ্রামে ১৪৪ ধারা সংঘর্ষ ভাঙচুর শতাধিক আহত : হাটহাজারী মাদ্রাসাকে কটুক্তি

দেশের সর্ববৃহৎ কওমি বা ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাব্যবস্থার কেন্দ্রবিন্দু এশিয়ার সর্ববৃহৎ উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম। চট্টগ্রামের (হাটহাজারী মাদ্রাসা)’র সামনে সরাসরি অশোভন অঙ্গভঙ্গি, কটুক্তি কারী,উস্কানিমূলক পোস্ট, কেন্দ্র করে সড়ক অবরোধ ব্যাপক সংঘর্ষ গাড়ি ভাঙচুর শতাধিক অহত। থমথমে ভয় আতঙ্কিত এলাকাবাসী। একটি ভয়াবহ হামলা সংঘর্ষের ক্ষত বিক্ষত র‍্যাশ না কাটাতেই আবারও ভাঙচুর হামলা অঘটনের শিকার হাটহাজারীতে। সুন্নী-কওমীদের উস্কানিমূলক সহিংসতা আক্রমণ হামলার পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন । মাঠে পুলিশ সহ সেনাবাহিনী কাজ করছেন।

৭ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় ঘটনার সাথে সাথেই চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ওই যুবককে আটক করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং কিছু বিক্ষুব্ধ লোকজন বাসস্টেশন এলাকায় ব্যাপক সংঘর্ষে গাড়ি ভাঙচুর করে। ঘটনাক্রমে পরিস্থিতিতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে জুলুসে অংশ নেওয়া সুন্নীজনতা ফেরার পথে হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থী ও কওমী জনতার মাঝে উস্কানিমূলক উত্তেজনায় ছড়িয়ে পড়ে হামলা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতিতে একে অপরের মতাদর্শের ভিন্নতায় প্রতি হিংসাত্মক সহিংসতায় হামলার অঘটন ঘটে। অনুমানে প্রায় শতাধিক আহতের খবর পাওয়া যায়। আহতের অনেকেই স্থানীয় হাসপাতাল ও চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী ও সুন্নি আকিদা পোষণকারী এলাকাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ ভয়াবহতার রূপ নেয়। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে। স্থানীয় এলাকার মানুষের মুখে মুখে। সর্বস্তরের জনতা মানুষের মাঝে। শীর্ষ সমালোচিত হয় সারাদেশ জুড়ে।

ফেইসবুকে পোস্টে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফটিকছড়ি ও হাটহাজারীর কওমি অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। ফেইসবুক প্রোফাইলে ‘ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি’ পরিচয় লেখা থাকলেও পৌরসভা ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী জানিয়েছেন, আরিয়ান ছাত্রদলের কেউ নন।

আটকের পর আরিয়ান ইব্রাহীম ফেসবুক লাইভে এসে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে হাটহাজারী মাদ্রাসা ও আশেপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার বাইরে হাটহাজারী বাসস্টেশন এলাকায় একদল লোক সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মীরেরহাট থেকে ১১ মাইল বাস স্টেশন। উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউ, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয় পাশে তৎসংলগ্ন এলাকায় রাত দশটা থেক আগামীকাল রবিবার বিকাল তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন হাটহাজারী। উপজেলা নির্বাহী মোঃ আব্দুল আল মোমিন।

হাটহাজারীর পরিস্থিতি এখন শান্ত। সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী সং’ঘ’র্ষে ৬০ জনের অধিক আ’হ’ত হয়ে হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। আ-হ-তদের মধ্যে ৩ জন চট্টগ্রাম মেডিকেলের ক্যাজুয়াল্টি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন, তবে সবাই আশংকামুক্ত। সিভিল সার্জন, চট্টগ্রাম ডাঃ জাহাঙ্গীর আলম আ-হ-তদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

সেনাবাহিনী সক্রিয় দায়িত্বে নজরদারদারি করছেন। শান্ত থাকার আহবানে ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার হাটহাজারীতে সং’ঘ’র্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে শান্ত থাকতে বলেন।

হাটহাজারী সার্কেলের (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাটহাজারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ কাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved