যদি তোমার সাধ্য না হয়—
আমার দিকে হাত বাড়ানোর,
তবে দয়া করে ছায়াও রেখো না
আমার পথের কোনো প্রান্তরে।যদি তোমার সাধ্য না হয়—
আমার জন্য হৃদয়ে জায়গা রাখার,
তবে মেঘলা আকাশে আমার নামে
একটুকরো ঘুড়িও উড়িও না।আমি চাই না—
ভালোবাসার নামে অর্ধেক গল্প,
আমি চাই না—
ভাঙা স্বপ্নে কাঁদুক আমার সকাল।যদি তোমার সাধ্য না হয়—
ভালোবাসতে পূর্ণতায়,
তবে আমায় ছেড়ে দাও
শূন্যতার এই নীল আকাশে হারিয়ে যেতে।কারণ আমি প্রেম চেয়েছি—
অন্তহীন, নিঃস্বার্থ, পূর্ণ;
না চেয়েছি করুণা, না মায়ার ছলনা।
আমি চেয়েছি শুধু একটা মানুষ—
যার সাধ্য আছে, আমায় ধারণ করার।
