নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০টাকা অর্থদন্ড প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম ।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ রাখিল (২৭) উপজেলার মাসিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের আঃ রহমানের ছেলে।
জানা যায়,রাখিল প্রায় সময়ই মাদক সেবন করে তার বাবা-মাকে অত্যাচার করত এবং মাদকের টাকার জন্য বাবা-মাকে চাপ প্রয়োগ করত।
বুধবার (১০ সেপ্টেম্বর ) সকালে সে মাদকসেবন করে মাকদাসক্ত অবস্থায় মাদকের টাকার জন্য তার মাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। মায়ের অভিযোগের প্রেক্ষিতে মেবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনার সত্যাতা পাওয়ায় তাকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফশিলভুক্ত আইনে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান এসিল্যান্ড মুহ: আব্দুর রহিম।