ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র, ১৪৩২, ২১ রবিউল আউয়াল, ১৪৪৭
সর্বশেষ
পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন- খোরশেদ আলম 
আগামী ১৫ নভেম্বর পটিয়া অটো টেম্পো পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির  ত্রি-বার্ষিক নির্বাচন 
প্যাডক্স জিন্স লিমিটেডে আন্তঃসেকশন ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সন্দ্বীপের কৃতি সন্তান প্রফেসর ড. এনায়েতুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিপিজেএফ নরসিংদী জেলা শাখার সভাপতি শান্ত বণিক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ
শিশু সাহিত্য সম্মেলনে ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহীকে সংবর্ধনা
পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের ‘নাকধরা মানববন্ধন’ কর্মসূচি
সীতাকুণ্ডের সাবেক এমপি দিদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা!
সরকার উৎখাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলকারী গ্রেপ্তার – ৮
রংপুরে জাতীয় পরিবেশ অধিদপ্তরের  কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত  

পুকুরে বিষ প্রয়োগ করে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন

নওগাঁর মান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের অর্জুনের মোড় এলাকায় মঙ্গলবার রাতের আঁধারে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষি আব্দুল মজিদ।

ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন বিদেশে শ্রম দিয়ে উপার্জিত অর্থ নিয়ে দেশে ফিরে স্বাবলম্বী হওয়ার আশায় মাছ চাষে নামেন। উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকরামানন্দ গ্রামের আহাম্মদ আলী গংদের মালিকানাধীন একটি পুকুর তিন বছরের জন্য লিজ নিয়ে কয়েক প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। কিন্তু হঠাৎ করেই দুর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করে দেয়।

তিনি বলেন, “মাত্র তিন মাস হলো পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করি। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ এক রাতে বিষ দিয়ে আমার সব স্বপ্ন শেষ করে দিলো দুর্বৃত্তরা। একই সঙ্গে পুকুরপাড়ের কিছু গাছও কেটে ফেলা হয়েছে। পুকুরের মালিকদের নিজেদের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ থাকতে পারে, কিন্তু আমি তাতে জড়িত নই। যারা এ ঘৃণ্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অপরদিকে, পার্শ্ববর্তী চকচম্পকবড় গ্রামের মৃত কিয়ামতুল্লাহর ছেলে আব্দুল জলিল দাবি করেন, পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। তিনি বলেন, “আমি মূল মালিকদের সাত জনের অংশ কিনেছি প্রায় তিন বছর আগে। পরে দখলে নিতে গিয়ে কিছু গাছ কাটার ঘটনা ঘটেছিল। তবে পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় আমি সম্পূর্ণ নির্দোষ। বরং আমিও সেখানে মাছ চাষ করছিলাম।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved