নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ১০সেপ্টেম্বর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় । শিবপুর উপজেলা ইউনিট কমান্ডের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার , শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম ,শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার ও উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান প্রমূখ।