ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র, ১৪৩২, ২১ রবিউল আউয়াল, ১৪৪৭
সর্বশেষ
পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করুন- খোরশেদ আলম 
আগামী ১৫ নভেম্বর পটিয়া অটো টেম্পো পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির  ত্রি-বার্ষিক নির্বাচন 
প্যাডক্স জিন্স লিমিটেডে আন্তঃসেকশন ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সন্দ্বীপের কৃতি সন্তান প্রফেসর ড. এনায়েতুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিপিজেএফ নরসিংদী জেলা শাখার সভাপতি শান্ত বণিক ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ
শিশু সাহিত্য সম্মেলনে ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহীকে সংবর্ধনা
পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের ‘নাকধরা মানববন্ধন’ কর্মসূচি
সীতাকুণ্ডের সাবেক এমপি দিদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা!
সরকার উৎখাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলকারী গ্রেপ্তার – ৮
রংপুরে জাতীয় পরিবেশ অধিদপ্তরের  কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত  

সীতাকুণ্ডের সাবেক এমপি দিদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা!

 

সীতাকুণ্ড প্রতিনিধি :
ব্যাংকে হাজার কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেন এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী ইসমাত আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ আলাদাভাবে দুটি মামলা দায়ের করেছেন।

এর মধ্যে একটি মামলায় শুধুমাত্র দিদারুল আলমকে আসামি করা হয়েছে। আরেকটি মামলায় স্ত্রী ইসমত আরা বেগমের সঙ্গে দিদারুলকেও আসামি করা হয়েছে।

দিদারুল আলম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর একাংশ) আসন থেকে ২০১৪ সালে ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন তিনি।

দুদক মামলায় অভিযোগ করেছে, দিদারুল আলম জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকার সম্পদের মালিক।

গত ২০১০-১১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত আয়কর নথিতে তিনি এমপি ভাতা, জাহাজ ভাঙা ও ক্যারিং ব্যবসা, মালিকানাধীন ব্যাংকের লভ্যাংশ, মাছ চাষ, জমি বিক্রি, ঘর ভাড়াসহ ২০টি খাত থেকে ৬৯ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৪০৪ টাকা আয়ের তথ্য দেন। কিন্তু দুদক অনুসন্ধানে তার প্রদর্শিত আয়ের মধ্যে ১০ কোটি ৩ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকার সম্পদের কোনো উৎস পায়নি। এ হিসেবে তার বৈধ সম্পদের পরিমাণ ৪৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার ৪০১ টাকা।

আয়কর নথিতে তিনি ব্যয়ের পরিমাণ উল্লেখ করেন ১৫ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৭৫ টাকা। তাহলে ব্যয় বাদে তার নীট আয় বা সঞ্চয় ৫৩ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৩২৯ টাকা। কিন্তু দুদক অনুসন্ধানে তার নীট সম্পদের মূল্য পেয়েছে ৫৭ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৭০৮ টাকা। অর্থাৎ অর্জিত সম্পদের চেয়ে তার জ্ঞাত আয়ের উৎস ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকা কম পাওয়া গেছে।

এছাড়া দুদক দিদারুল আলমের ২০টি ব্যাংক হিসেব যাচাই করে ৪৭৫ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৫৪৩ টাকা জমা ও ৪৭২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ১৯৫ টাকা উত্তোলনের তথ্য পায়। অর্থাৎ তিনি মোট ৯৪৮ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকা আয়ের উৎস আড়াল করে হস্তান্তর ও স্থানান্তর করেছেন।

দুদক আইন ২৭ (১), দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ও মানিলন্ডারিং আইনের ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলাটি করা হয়েছে।

এদিকে দিদারুল ও ইসমতের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে, ইসমত আরা তার স্বামীর সহযোগিতায় জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জন করেছেন। এ সম্পদ তার স্বামী দিদারুল আলম সংসদ সদস্য থাকার সময় ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত আয়কর নথিতে ইসমত আরা ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য উল্লেখ করেন। কিন্তু দুদক অনুসন্ধান করে বিভিন্ন খাত থেকে তার ২ কোটি ৩৮ হাজার ৫৭৩ টাকার বৈধ আয়ের তথ্য পায়। আর ব্যয়ের তথ্য পায় ২৯ লাখ ৭৫ হাজার ৮৮০ টাকার। তাহলে ব্যয় বাদে তার সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৬৯৩ টাকা। এ হিসেবে প্রদর্শিত আয়ের চেয়ে তার জ্ঞাত আয়বর্হিভূত ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

অবৈধ সম্পদ ভোগদখলে রাখায় ইসমত আরার বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) এবং অসৎ উপায়ে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখে ভোগদখল করায় দিদারুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved