ঢাকা ইপিজেডের সাভারের আশুলিয়ায় অবস্থিত জার্মান মালিকানাধীন স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যাডক্স জিন্স লিমিটেড–এর উদ্যোগে আয়োজিত “প্যাডক্স ইন্টারসেকশন ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) গাজীপুরের কবিরপুরে বুড়িরটেক ক্লাব মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের এইচআর, এডমিন অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজার নুরুল আলম নুরু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “কাজের পাশাপাশি শ্রমিক ভাই–বোনদের মাঝে একঘেয়েমি দূর করা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ধরনের খেলার আয়োজন করা হয়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক সো ওয়াই ম্যান। বিশেষ অতিথি ছিলেন ওয়াশিং ম্যানেজার আহসানুল হক, ফিনিশিং ম্যানেজার নুরুল ইসলাম সোবহান, কিউসি ম্যানেজার শরীফ আহমেদসহ আরও অনেকে। খেলা চলাকালীন সময়ে মাঠ মাতিয়ে রাখেন প্রতিষ্ঠানের কর্মীরা।
প্রতিযোগিতায় অংশ নেয় প্যাডক্স জিন্স লিমিটেডের চারটি শক্তিশালী দল। প্রথম ও দ্বিতীয় পর্বের খেলায় বিজয়ী দুই দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে ওয়াশিং দল জয়লাভ করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মহাব্যবস্থাপক সো ওয়াই ম্যান এবং অন্যান্য কর্মকর্তারা।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ।