ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ, ১৪৩২, ১৭ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

রাজাপুরে ভোট কেন্দ্র কেটে নেয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের পালট মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার ৪২ নং ভোট কেন্দ্রটি ৬০নং দক্ষিণ পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেটে নেয়ায় প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় জনসাধারণ।

আজ বুধবার ১০ই জুলাই বিকেল ৪ ঘটিকায় পালট মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে প্রতিবাদ সমাবেশে মোঃ কামাল হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঃ বারেক হাওলাদার সহকারী শিক্ষক পালট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলমগীর মাসুদ চৌধুরী।অনুষ্ঠানে এক জ্বালাময়ী বক্তব্যে পালট মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মহিউদ্দিন চিনু বলেন এক কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র করে ১৯৯৬ সাল থেকে চলে আশা ভোট কেন্দ্রেটি হঠাৎ অন্য একটি জায়গায় স্থানান্তর করার পায়তারা করছে এবং আগামী ২৭শে জুন বড়ইয়া ইউপির ৭,৮,৯ সংরক্ষিত মহিলা আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে যার ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ঐ কেটে নেয়া ভোটকেন্দ্রে।

তিনি আরো বলেন আমাদের এই অজপাড়াগাঁয় যেখানে ইভিএম এ ভোট গ্রহণের মত একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন এই ভোট কেন্দ্রটি ০৯ নং ওয়ার্ডের একটি মিডেল পয়েন্ট যেখান থেকে নদীর পারের একটি প্রতিষ্ঠানে নেয়া জোর প্রতিবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণও তাদের বক্তব্য ভোট কেন্দ্রেটি পালট মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় রাখার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved