ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ, ১৪৩২, ১৭ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

আক্কেলপুরে কৃষকের ৫ গরু চুরি

জয়পুরহাটের আক্কেলপুরে দুই রাতে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার উপজেলার পূর্ণ গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে এবং মঙ্গলবার রাতে গভরপুর গ্রামের খাইরুল ইসলাম ও জিয়ারুল রহমানের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গরুর মালিকেরা এ বিষয়ে কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেননি।

পূর্ণ গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বলেন, গত সোমবার রাতে বাড়ির মেইন গেটের তালা কেটে চোরেরা ভেতরে ঢুকে গোয়ালঘর থেকে দুটি গাভি চুরি করে নিয়ে যায়। দুটি গরুর দাম প্রায় ২ লাখ টাকা।
গভরপুর গ্রামের খাইরুল ইসলাম বলেন,মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে গেছিলাম। ভোরে ঘুম থেকে উঠে দেখি চোরেরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে মেইন গেটের তালা কেটে গোয়ালঘর থেকে একটি গাভি চুরি করে নিয়ে গেছে। গাভিটির দাম প্রায় ৬০ হাজার টাকা।

একই গ্রামের জিয়ারুর রহমান বলেন,মঙ্গলবার রাতে চোরেরা আমার বাড়ির গোয়ালঘর থেকে একটি বকনা ও একটি গাভি চুরি করে নিয়ে গেছে। গরু দুটির দাম প্রায় ২ লাখ টাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved