ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

বেলকুচি উপজেলায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন ‘বিডি ক্লিন’ স্বেচ্ছাসেবী সংগঠন

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন ‘বিডি ক্লিন’ স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি-উদ্যোগে শুরু হলেও দেশব্যাপী ছড়িয়ে পড়েছে ‘বিডি ক্লিন’স্বেচ্ছাসেবী সংগঠন এর নাম। পরিষ্কার-পরিচ্ছন্নতার এই স্বেচ্ছাসেবী সংগঠনটির মূল শক্তি শিক্ষার্থীরা।

বিডি ক্লিনের স্বপ্ন পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বো শনিবার (১০ আগষ্ট) দুপুর ২ টা সময় বেলকুচি উপজেলা মুকুন্দগাতী মেইন রাস্তাগুলোতে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। এবং বেলকুচি পৌরসভার এখানে শেষ করেন। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের অংশগ্রহণকারীদের বেশির ভাগ ছিলেন ইস্কুল কলেজের শিক্ষার্থীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন ৩০ জন লোক শিক্ষার্থীর। তাদের এই উদ্যোগ দেখে সাধারণ মানুষের ভেতর পরিচ্ছন্নতার মানসিকতা তৈরি হয়। ‘বিডি ক্লিন’ এর সদস্যরা বলে “আমরা বেশ কয়েকটি স্লোগান, ট্যাগলাইন এবং কিছু বাক্য মেনে চলি। আমাদের ট্যাগলাইন ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ স্লোগান ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকেই’। আর আমাদের প্রত্যাশা ‘শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনাদের’। তা ছাড়া আরো একটা লাইন আমরা বেশ ব্যবহার করি, ‘এ শহর আমার, এ দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার’। এমনটাই বিশ্বাস আমাদের। আমরা চাই, সুনাগরিকের মানদণ্ডে বাংলাদেশ একটি উদাহরণ হয়ে উঠুক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved