ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

ইন্দুরকানীতে সাংবাদিকের মাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট

পিরোজপুরের ইন্দুরকানীতে দৈনিক কালের কন্ঠ ও একাত্তর টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক জে আই লাভলুর বাড়িতে তার বৃদ্ধা মাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আট দশ জনের একটি দুর্বৃত্ত দল ঘরে প্রবেশ করে সাংবাদিক লাভলুর বৃদ্ধা মাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে সাংবাদিক লাভলু জানান, বুধবার রাতে আমার মা বাড়িতে একা ছিল। রাত আনুমানিক ১১ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে লাইট বন্ধ করে ঘুমাতে যাওয়ার সময় মুখ বাধা অবস্থায় কয়েকজন লোক তার রুমে প্রবেশ করে। এ সময় তাকে ধারালো অস্ত্র প্রদর্শন করে মারধর শুরু করে টাকা পয়সা ও স্বর্ণালংকার কোথায় লুকানো আছে তা জানতে চায়। তিনি মুখ না খুললে গলায় ছুরি ধরে মেরে ফেলা হবে এবং ঘরবাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। পরে তিনি ভয়ে প্রাণ রক্ষার্থে বাসার ছাদে বেগুন ক্ষেতে মাটির ভিতর একটা প্লাস্টিকের বাটার ভিতর পলিথিন দিয়ে মোড়িয়ে রাখা স্বর্ণালংকার দেখিয়ে দেয়। এসময় তারা দা দিয়ে মাটি খুঁড়ে স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া আলমারিতে পার্সের মধ্যে রাখা ১০ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্তরা বেরিয়ে যাবার সময় এগুলো নিয়ে কোন প্রকার নাড়াচাড়া করা হলে তার পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে ভয় ভীতি প্রদর্শন করে। এসময় তিনি তার রুমে অচেতন হয়ে পড়েন। কয়েক ঘণ্টা পর তার জ্ঞান ফিরলে রাত আনুমানিক তিনটার দিকে আমাকে ফোনে জানায়। পরে বিষয়টি আমি স্থানীয় থানা পুলিশ সহ কয়েক জনকে জানাই। দুপুরে ইন্দুরকানি থানা পুলিশ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃদ্ধা মমতাজ বেগম জানান, বুধবার সন্ধ্যার দিকে অসাবধানতা বশত প্রায় আধা ঘন্টা ঘরের সামনের দরজা চাপানো ছিল। ধারণা করা হচ্ছে ওই সময় দরজা পেয়ে কেউ ওৎপেতে ঘরের মধ্যে ঢুকে পড়ে আত্মগোপনে ছিল। পরে রাত আনুমানিক ১১ টার দিকে দরজা খুলে আরো কিছু লোকজন ভিতরে প্রবেশ করে আমাকে জিম্মি করে ভয় ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আমার ছেলে লাভলু ও আমার স্বামী মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া কেউই বাড়িতে ছিলো না। বাড়িতে আমি একা ছিলাম।

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, চন্ডিপুরের পূর্ব চরবলেশ্বর গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ঘরে ঢুকে কিছু দুর্বৃত্ত তার স্ত্রীকে জিম্মি করে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে বলে ঘটনার পর রাতে আমাকে ভুক্তভোগী পরিবারটি জানালে পরে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved