ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

শেখ হাসিনা ভারত অবস্থানে মন্তব্য : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বহমান বাংলা ডেক্স নিউজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শেখ হাসিনার ভারত অবস্থানে রাজনৈতিক কূটনীতিক জটিলতায় তুমুল আলোচনা সমালোচিত হচ্ছে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে। যা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়া অনলাইন প্রিন্ট পত্রিকা ও গণমাধ্যমে। রাজনৈতিক নেতাকর্মীদের মুখে মুখে। সকল মানুষের সর্বস্তরের শ্রেণী পেশার সাধারণ মানুষের মাঝে।

পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে চলছে তুমুল আলোচনা। ঢাকা আবেদন করলে নয়াদিল্লি হাসিনাকে ফেরত পাঠাবে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন। সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের ব্যবস্থাপনা সম্পাদক পাল্কি শর্মাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা উচিত।’

সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ করেছে ফার্স্টপোস্ট। ভারত থেকে হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবির বিষয়ে জানতে চাইলে বিক্রমাসিংহে বলেন, ‘তিনি (হাসিনা) দেশের বাইরে থাকলে, তাকে বাইরেই থাকতে দিন। আমরা সবাই চাই, বাংলাদেশ এখন স্বাভাবিকতার দিকে মনোনিবেশ করুক।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ‘বিতর্কের বিষয়’ হয়ে দাঁড়িয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে জনসমক্ষে কথাও বলেছেন।

বাংলাদেশ ও ভারত চলমান এই পরিস্থিতি কীভাবে কাটিয়ে উঠেতে পারে- সে বিষয়ে জানতে চাইলে বিক্রমাসিংহে বলেন, প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণের আস্থা ফেরাতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক, এ বিষয়ে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা (বাংলাদেশের) বিদেশে চলে গেছেন। তারা বিদেশেই থাকেন। আমি অগ্রাধিকার দেব বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ফার্স্টপোস্টকে আরও বলেন,
শেখ হাসিনা দেশের বাইরে থাকলে তাকে দেশের বাইরে থাকতে দিন। আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত আসতে হবে। সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে। আমরা সবাই চাই, বাংলাদেশ স্বাভাবিক অবস্থার দিকে মনোনিবেশ করুক।

উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে যখন জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন, তখন একই ধরনের পরিস্থিতিতে (বাংলাদেশের মতো) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছিলেন বিক্রমাসিংহে।

রাজনৈতিক সমঝোতা এবং শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন বিক্রমাসিংহে। আগামী শনিবার ফের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবে শ্রীলঙ্কা, যেখানে নতুন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন রনিল বিক্রমাসিংহে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved