ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

চট্টগ্রামের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু

শনিবার, ০৪ জানুয়ারি সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত ডিসি পার্ক চট্টগ্রামে  তৃতীয়বারের মতো শুরু হয়েছে চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ । ১৩৬ প্রজাতির প্রায় লক্ষাধিক ফুলের সমারোহ ও বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান নিয়ে মাসব্যাপী চলবে এই আয়োজন। চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, আনোয়ার পাশা, জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় সরকার উপ-পরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক একে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরিফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার আলাউদ্দিন, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মাসব্যাপি আয়োজিত এবারের ফুল উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল যেমন গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম,  ভায়োলিন শো, বইমেলা, চলচিত্র প্রদর্শনী, বেহালার সুর, পুতুল নাচ, নৌকা ভ্রমণ সহ কায়াকিংয়ের সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, এখানে একটি বিশেষ শিশু অঞ্চলও রয়েছে,  যা পার্কটির পরিবারবান্ধব পরিবেশ নিশ্চিত  করেছে। উৎসবে প্রবেশের জন্য এবার ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২০ টাকা বেশি। টিকিট পার্ক কাউন্টার থেকে কেনার পাশাপাশি অনলাইনে সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।

শহরের টাইগার পাস থেকে ডিসি পার্কে যাতায়াতের জন্য পর্যটক বাস ও শাটল বাস পরিষেবা চালু থাকবে। উল্লেখ্য চট্টগ্রাম জেলাস্থ সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার ১৯৪.১৩ একর সরকারি খাস সম্পত্তিতে কিছু দুষ্কৃতকারী অবৈধভাবে দখল করে মাদক ও নানাবিধ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করত। পরবর্তীতে জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১ (এক) মাসের মধ্যে এই বিস্তীর্ণ ভূমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করেন। জেলা প্রশাসন, চট্টগ্রাম জলারণ্য শোভিত এই স্থানটি সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে বিভিন্ন ধরণের স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনার অংশ হিসেবে সাধারণ জনগণ যেন নিরাপদ পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, শরীরচর্চা ও অবসর সময় কাটাতে পারেন সেই প্রচেষ্টা গ্রহণ করা হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম ফুল উৎসবের আয়োজন করা হয়।

জেলার বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানম ডিসি পার্কের সার্বিক উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন । এরমধ্যে উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন গেইট নির্মাণ, কিডস জোনের উন্নয়ন,   ডিসি পার্কের জন্য ওয়েবসাইট নির্মাণ, অনলাইন টিকেট কেনার ব্যবস্থা, বৃহৎ পরিসরে ফুল উৎসব ২০২৫ আয়োজন, অবকাঠামোগত উন্নয়ন।ভবিষ্যতে এই জায়গায় সাইক্লিং ট্র্যাক, ওয়াকওয়ে, ডেস্টিনেশন ওয়েডিং, ফেরীস হুইল, সমুদ্র পর্যন্ত উডেন ওয়াকওয়ে, কনভেনশন সেন্টার, রেস্টুরেন্ট, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved