ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

নওগাঁর মান্দায় অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান বিষয়ে উঠান বৈঠক

নওগাঁর মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের গুরুত্ব তুলে ধরতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। ১৬ ফেব্রুয়ারি, রবিবার, স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শায়লা শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী শ্রী নন্দন কুমার সরকার, মোঃ নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, নয়া দিগন্ত পত্রিকার নওগাঁ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ সাফিউল ইসলাম রকি, উত্তরা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, “বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে পারিবারিক পুষ্টিবাগান গড়ে তোলা হলে একদিকে পরিবারের পুষ্টি চাহিদা মিটবে, অন্যদিকে বিষমুক্ত শাকসবজি ও ফলমূল উৎপাদন সম্ভব হবে।” তিনি আরও বলেন, “সঠিক পরিচর্যা ও জৈব সার ব্যবহারের মাধ্যমে উৎপাদিত ফসলকে রোগমুক্ত রাখা সম্ভব।”

বৈঠকে উপস্থিত কৃষক-কৃষাণীদের বিভিন্ন সবজির পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। যেমন, পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে, আর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকায় এটি দৃষ্টিশক্তি ভালো রাখে।

স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের প্রশিক্ষণ ও সচেতনতা মূলক সভা আরও বেশি হলে তারা পারিবারিক পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদনে আগ্রহী হবেন।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved