ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

রাঙামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্তমানে আমরা যে সুফল পাচ্ছি ২০১৮ সালেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেই বীজ রোপন করেছিল। ২০১৮ সালে কোটা সংস্কারের বীজ রোপন করে দেওয়া থেকেই ২০২৪ সালে এসে আমরা ফ্যাসিস্ট হাসিনা কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। কোটা সংস্কার আন্দোলন থেকেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্ম। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে, বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন। ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, পাহাড়ে আমরা অনেকগুলো জাতি-গোষ্ঠী বসবাস করি। এই পাহাড়ে যতগুলো সম্প্রদায় রয়েছে সকলের সাথে আমাদের সু-সম্পর্ক। আমরা সকল জাতি-গোষ্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে একত্রিত হয়ে জীবন-যাপন করছি। তাহলে কোন কুচক্রী মহল পাহাড়কে নিয়ে ষড়যন্ত্র করছে! পাহাড়ের পরিবেশ অস্থিতিশীল করতে সর্বাঙ্গে- সর্বাজ্ঞে চেষ্টা করে যাচ্ছে, তাদের কে খোঁজে বের করতে হবে। আমাদের সংগঠনে সকল সম্প্রদায়ের ব্যাক্তি রয়েছে। আমাদের সংগঠন অস্প্রদায়িক চেতনার সংগঠন। আমরা চাই সকলে একসাথে মিলে-মিশে এই পার্বত্য অঞ্চলে একসাথে বসবাস করতে। গণঅধিকার পরিষদ কখনো রাষ্ট্রের ক্ষমতায় আসলে পার্বত্য অঞ্চলে যে অপকর্ম হচ্ছে তা রুখে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। তারুণ্যের দীপ্ত শপথ, সংগ্রামের অনুপ্রেরণা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি কাঠালতলী থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা হয়ে পুনরায় কাঠালতলীতে এসে শেষ হয়।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহবায়ক ওয়াহিদুজ্জামান রোমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জি.সি কল্যাণ পরিষদ ইসলামিক ফাউণ্ডেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি এম এ বাসার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা কামাল উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব হাসান হাবিব, জাতীয় কবিতা মঞ্চ জেলা সভাপতি এবি সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সমাজকর্মী ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা।

এসময় তারা বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকী গণনার হিসাবে সপ্তম হলেও উদযাপনের দিক থেকে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়েছে। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোন বিরোধী মতের দলকে রাঙামাটিতে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। তারা প্রতিটি দল-মত এর উপর নির্যাতন নিপিড়ন চালিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved