ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ, ১৪৩২, ১৭ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

হাটহাজারীতে রোজাদারদের সম্মানে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ (১৬ ই মার্চ) রোজ রবিবার হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর এলাকায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ভাইস চেয়ারম্যান, (অব:) লে. কর্ণেল মোঃ দিদারুল আলম, পিএসসি এর পুরাতন বাসভবনে, সম্মানিত রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিল
ছাত্রনেতা মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় বিদ্যুত, জ্বালানী ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, প্রফেসর ড. মাইমুল আহসান খাঁন, হাটহাজারী ইঞ্জিনিয়ার্স ফোরামের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল্লাহ সবুজ, হাটহাজারী উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ওজাইর আহম্মদ হামিদী, গণ অধিকার পরিষদের আহবায়ক মো. শোয়াইব, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন, হাটহাজারী উপজেলার নেতা জয়নুল আবেদীন, মোঃ রিদুয়ান, মোঃ আজিম, মোঃ মাসুদ, ফাহিম প্রমূখ।

উক্ত ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মঞ্জুর এলাহী এবং শেষে মোনাজাত পরিচালনা করেন আল সাহাবা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজ উদ্দিন ইমামী।

এই সময় বক্তারা বলেন, আমরা একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বুকে ফ্যাসিবাদের জড় উপড়ে ফেলতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতা, মানবাধিকার, এবং ন্যায়বিচারের ওপর বারবার আঘাত এনেছে। কিন্তু এই দেশের জনগণ কখনো মাথা নত করেনি। বরং বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে, বাংলাদেশ কখনো অন্যায়ের কাছে পরাজিত হয় না আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে—বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ পুর্নবাসনের সুযোগ না পায়। আমাদের সমাজ, রাষ্ট্র, এবং রাজনীতির প্রতিটি স্তরে এই অঙ্গীকার দৃঢ় করতে হবে।

এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক কাজ। ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই দেশ হবে সমঅধিকার, মানবিক মর্যাদা, এবং সামাজিক ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত একটি কল্যাণরাষ্ট্র।

আমরা চাই, এই বাংলাদেশের প্রতিটি নাগরিক শান্তি, স্বাধীনতা, এবং মর্যাদার জীবন লাভ করুক। যেন নতুন প্রজন্ম একটি মুক্ত, নিরাপদ, এবং উন্নত বাংলাদেশ পায়। এই পথে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের ঐক্য অটুট থাকতে হবে।

আমরা বিশ্বাস করি, যে শক্তি ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছে, সেই শক্তি এই দেশকে উন্নতির শিখরে পৌঁছাতেও সক্ষম হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved