কিডস কালচারাল ইনস্টিটিউটের আয়োজনে, ১২ সেপ্টেম্বর ২০২৫, চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে “শিশু সাহিত্য সম্মেলন, সাহিত্যপাঠ, শিশু উৎসব ও মিলনমেলা” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের সমাজ উন্নয়নে অবদান এবং পিএইচডি ডিগ্রি অর্জনের স্বীকৃতি হিসেবে ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ইপসার অ্যাডভোকেসি ফোকাল মোহাম্মদ আলী শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম. এ. মালেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন ও সংস্কৃতিচর্চা কেন্দ্রের পরিচালক প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, বিশিষ্ট কবি ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, কথাসাহিত্যিক মোহাম্মদ আবু হাসান এবং নাট্যকার ও নির্মাতা সাইফউদ্দিন সাকি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিশু উৎসব ও মিলনমেলার আহ্বায়ক, শিশু সাহিত্যিক প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত। তিনি বলেন, “ড. মো. আরিফুর রহমান শুধু চট্টগ্রাম নয়, দেশেরও একজন খ্যাতিমান সংগঠক। তাঁকে সম্মান জানাতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি।”
অনুষ্ঠানে “কিডস শিশুসাহিত্য সম্মাননা–২০২৫” প্রদান করা হয়। শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, গল্পকথন, সাহিত্য পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, নাট্যশিশুদের পরিবেশনা এবং রঙতুলির সৃজনশীল প্রদর্শনীতে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষা, শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে তাদের সৃজনশীল বিকাশ ঘটানোই কিডস কালচারাল ইনস্টিটিউটের মূল লক্ষ্য।