ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা আসলাম চৌধুরীর চন্দ্রনাথ মন্দির পরিদর্শন
বিএনপির গ্রুপ সংঘর্ষে: আহত যুবদল নেতা জিহাদের মৃত্যু
লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র ঈদ পুনর্মিলন
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
ফটিকছড়িতে পিবিআই তদন্ত শেষে বাদির উপর বিবাদীর হামলা
 “বাংলাদেশের চিত্র” পরিবার’র দ্বিতীয় দফায় ঈদ উপহার বিতরণ
৬৫০ টাকা কেজি গরুর মাংস, ডিম ডজন ১০৮ টাকা
রাষ্ট্র সংস্কারে প্রাণ দিতে হয় দিব : প্রয়োজনে রাস্তায় নেমে আসব (এনসিপি)

কালীগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে নাগরী ও জামালপুর ইউনিয়ন বিজয়ী

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) ২০২৪ এর ফাইনাল খেলা অুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক) নাগরী ইউনিয়ন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) জামালপুর ইউনিয়ন বিজয়ী হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক আকন্দ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সাংবাদিক, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেবৃবৃন্দ সহ শত শত দর্শক উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক খেলায় নাগরী ইউনিয়ন দল ২-০ গোলে জাঙ্গালীয়া ইউনিয়ন বালক দলকে হারিয়ে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালিকা দল জামালপুর ইউনিয়ন ৩-০ গোলে মোক্তারপুর ইউনিয়ন বালিকা দলকে হারিয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে। উল্লেখ করা যেতে পারে যে, ফুটবল টুনামেন্টে খেলা পরিচালনা করেন : জাতীয় ফুটবল ফেডারেশন এর রেফারি, মামুন কাজী,রায়হান,শাহীন, শামীম মাষ্টার। ধারা বিবরনী তে ছিলেন:

এন আই বাবু,সোলাইমান হোসেন ফ্লাজী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved