ঢাকা, সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২, ২০ জিলকদ, ১৪৪৬
সর্বশেষ
মানবসেবা সংগঠন উদ্যোগে হালিশহরে শরবত বিতরণ
চট্টগ্রামে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ (৫ম) সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বতন্ত্র কণ্ঠস্বরগুলো এক কন্ঠস্বরে রূপান্তর হলে অপারেজেয় শক্তির অভ্যুদয় ঘটে
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের আড়ম্বরপূর্ণ শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
৯৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মা দিবস ও অভিভাবক সমাবেশ
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইটা কঠিন
সীতাকুণ্ডে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা 
শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১তম বার্ষিকী
“আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যৌক্তিকতা: বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি”

কালীগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে নাগরী ও জামালপুর ইউনিয়ন বিজয়ী

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) ২০২৪ এর ফাইনাল খেলা অুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক) নাগরী ইউনিয়ন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) জামালপুর ইউনিয়ন বিজয়ী হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।

বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক আকন্দ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সাংবাদিক, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেবৃবৃন্দ সহ শত শত দর্শক উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক খেলায় নাগরী ইউনিয়ন দল ২-০ গোলে জাঙ্গালীয়া ইউনিয়ন বালক দলকে হারিয়ে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালিকা দল জামালপুর ইউনিয়ন ৩-০ গোলে মোক্তারপুর ইউনিয়ন বালিকা দলকে হারিয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে। উল্লেখ করা যেতে পারে যে, ফুটবল টুনামেন্টে খেলা পরিচালনা করেন : জাতীয় ফুটবল ফেডারেশন এর রেফারি, মামুন কাজী,রায়হান,শাহীন, শামীম মাষ্টার। ধারা বিবরনী তে ছিলেন:

এন আই বাবু,সোলাইমান হোসেন ফ্লাজী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
error: protected !!

Copyright© 2025 All reserved