রহিমা আক্তার ফারজানা
কাপুরুষ ভীরু অভিধা নিয়ে
তুমি বেঁচে আছো তো বেশ!
ওজস্বী তেজ গলাটিপে মেরে
স্বজাতির ঔচিত্য করিলে কি শেষ?নিয়তি- ভাগ্য, দোলায়িত চঞ্চুতে
তুমি কাহারে শোনাও স্বান্তনা?
কাঁকাল ভাঙ্গিয়া আলয় ছিনিয়া
তবু কার শুনি ঔদ্ধত্য বন্দনা?কচি কিশলয়, দুহিতা তনয়া
বাক্যহীন গ্রাসে আজি লুপ্ত -হত
রণ- জঙ্গে ব্রীড়া হীন মুখে
প্রভুত্ব ঈপ্সায় সে জাগে উচ্ছ্বসিতজীবন কর্ম সে তো দোঁহে বাঁচে মরে
ইতর বিশেষ জেনে বুঝে করে
ঈক্ষণে যায় তীব্র হতাশা ক্ষোভ
অনন্তর উপকথায় শুধু ঔদার্য ঝরে।আর্তব কাল ধরেছিলে একি বেশ?
যেনো তেনো নয় তপস্বী যোগী
একপেশে ঋক্ষবহুল চিত্ত প্রাণে
ঘুরপাক ছাঁচে মেনেছি উত্তম ত্যাগী।জাত মৌলে দেখো কলি কাল চলে
নয়নে নয়নে বিরাম খন্ডের খেলা খেলে
নিস্ক্রিয় কিছু আভরণ শুভ্রতায় জড়ানো নট
আপনি টোলায় লালসার হুতাশন ফেলে।
