ঝিনাইদহের শৈলকূপার আহসাননগর খালের উপর ১৪ মিটার দীর্ঘ সড়ক ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন ঝিনাইদহ -১ আসনের জাতীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার এমপি।
শনিবার (১৩ জুলাই ) সকাল সাড়ে ০৯ টার দিকে শৈলকূপা উপজেলার ১৫নং ফুলহরি ইউনিয়নের আহসান গ্রামে প্রায় ৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার এমপি বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অঞ্চলের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় আহসাননগর-মহব্বতপুর মধ্যবর্তী আহসাননগর খালের উপর ৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সড়ক ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এ সড়ক সেতু বাস্তবায়ন হলে উপজেলার ভাটই বাজারের সাথে ফুলহরি ইউনিয়নের একটি যোগাযোগ ব্যবস্থা তৈরী হবে। এতে জনগনের কৃষি পণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতের উন্নত হবে। সর্বোপরি ব্রীজ নির্মাণে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রুহুল আমিন , ফুলহরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আওয়ালাদ বিশ্বাস ,এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।