শরিফা শারমিন রুপা
কোনো এক পহেলা ফাল্গুনের মিষ্টি সন্ধ্যায়
আমাদের প্রথম দেখা!
মোটা ফ্রেমের গোল চশমা আর লাল রঙের পাঞ্জাবী তে,
বেশ সুদর্শন লাগছিলো সেদিন তোমায়!
ষোল বছরের আবেগ টৈটম্বুরে চোখে তোমার মাঝে
ভালোবাসা খুঁজে বেড়াই।
মনের ক্যানভাসে ভালোবাসার রং তুলিতে আঁকি বুকি চলে সর্বদাই।তুমি তো ছিলে ঠিক একটা সপ্নের মতো যা কখনো ছোঁয়া যায় না,
তবুও প্রতিনিয়ত তোমাকে অনুভব করেই চলেছি,
চলতে চাই অনন্ত পথ,,
চলার পথে হয়তো কোনো এক ক্লান্তি মাখা সন্ধ্যায়
দেখা হবে মুখোমুখি।সেদিন ও আমি আমার মতো করে খুঁজে নেবো সেই পরিশ্রান্ত তোমাকে,
সেদিন ও কপালের টিপ টা ইচ্ছে করেই বাঁকা পরবো
যেনো আরো একটি বার তোমার হাতের ছোঁয়া লাগলে আমার কপালে।তুমিও না হয় এলো মেলো চুলে অগোছালো হয়ে এসো,
আরো একটিবার তোমার অগোছালো চুল গুলো আমার হাতে ছুঁয়ে দিতে চাই।
ফিরবার আগে টং দোকানের চায়ের চুমুকের ফাঁকে ফাঁকে তোমাকে দেখে নিতে চাই নিজের মতো করে,
শেষ বারের মতো!