রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড বারুইপাড়া (গুড়িপাড়া) গ্রামে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণের সমন্বয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ আগষ্ট ২০২৪) গোদাগাড়ী পৌর জামায়াতের আমীর মোঃ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী-তানোরের সাবেক এমপি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড.মোঃ কেরামত আলী, জেলা পশ্চিম জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আবদুল খালেক, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক, জেলা সহ সেক্রেটারী ড মোঃ ওবায়দুল্লাহ, সনাতন ধর্মাবলম্বী নেতা শ্রী শিমুল প্রতিম মজুমদার, শ্রী বিশ্বনাথ মন্ডল, শ্রী দয়াল মন্ডল, বীরেন কুমার।
প্রধান অতিথি অধ্যাপক মোঃ মজিবুর রহমান বলেন ,আমি ১৯৮৬ সালে এমপি ছিলাম। তখন থেকে এই জনপদের মানুষের সাথে আমার গভীর সম্পর্ক। এই ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনকে কুচক্রী মহল নস্ট করতে চাই। আপনারা সতর্ক থাকবেন। এই সুসম্পর্ক কেউ বিনষ্ট করতে এলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সর্বদা আপনাদের পাশে ঐক্যবদ্ধভাবে থেকে তা প্রতিহত করাবে। বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।