ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের প্রস্তুতি সভা শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রস্তুতি সভায় অংশগ্রহন করেন।
এসময়, জেলা কৃষকদলের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু শামীম মোঃ আরিফ (ভিপি শামীম) এর সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপ-কমিটির যুগ্ন আহবায়ক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মোঃ সাইফুল হক, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কাউছার মিয়া, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন, যুগ্ন আহবায়ক মোঃ ইবনুল হাসান সবুজ, যুগ্ন আহবায়ক মোঃ এইচ এম আবুল বাশার, চাদপুর জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক এমরান আহমেদ রনি, নবীনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, কসবা উপজেলা কৃষকদলের আহবায়ক শাহন মিয়া, সদস্য সচিব ইকবাল হোসেন, নাছিরনগর উপজেলা কৃষকদলের আহবায়ক আমিরুল ইসলাম আমির, আখাউড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাহাদুর ইসলাম তিতাস, বিজয়নগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আতিকুল ইসলাম সজিব,সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর মাস্টার প্রমুখ৷