ঢাকা, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২, ২১ জিলকদ, ১৪৪৬
সর্বশেষ
চট্টগ্রামের বাঁশখালীতে দেশের প্রথম আবহাওয়া ক্লাব উদ্বোধন
মানবসেবা সংগঠন উদ্যোগে হালিশহরে শরবত বিতরণ
চট্টগ্রামে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ (৫ম) সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বতন্ত্র কণ্ঠস্বরগুলো এক কন্ঠস্বরে রূপান্তর হলে অপারেজেয় শক্তির অভ্যুদয় ঘটে
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের আড়ম্বরপূর্ণ শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
৯৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মা দিবস ও অভিভাবক সমাবেশ
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইটা কঠিন
সীতাকুণ্ডে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা 
শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১তম বার্ষিকী

অগ্রদূত ক্লাব কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান, সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে

চট্টগ্রাম’র সীতাকুণ্ডে জোড়ামতলে অবস্থিত অগ্রদূত ক্লাব কতৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আজ (২৩/১১/২০২৪ ইং)রোজ শনিবার সকাল দশ টায় চৌধুরী স্কয়ার হলরুমে অনুষ্ঠিত হয়, ক্লাবের সভাপতি সায়েদ আহমদ এর সভাপতিত্বে মোহাম্মদ সোহেল হোসেন মুন্না ও ফারুক উদ্দীনের সঞ্চালনায় কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খোরশেদ আলম, ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব রাজু কামাল, জনাব আলী নেওয়াজ, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) , কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়। মনজুরুল আলম, সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি ইফতেখার আহমেদ জুয়েল, ফারুক উদ্দিন, সাখাওয়াত হোসেন চৌধুরী ফাহিম,ওয়াহাজ আনজুম তৌসিফ প্রমুখ ,পরে অতিথিদের কে সন্মাননা ক্রেস্ট বিতরন করেন কার্যকরী পরিষদের সদস্যগন, এন আর গ্রুপের পরিচালকের পক্ষে ক্রেস্ট গ্রহন করেন জনাব তৌহিদুল আলম।

সবশেষে মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়।নবম শ্রেণী
১)মুনতাদির রহমান মাহিন( ১ম)-রোজ গার্ডেন একাডেমী
২)মুনতাহা ইসলাম(২য়)- লতিফা সিদ্দিকী গার্লস স্কুল
৩)মুনতাসির ইসলাম(৩য়)- রোজ গার্ডেন একাডেমি

 

অষ্টম শ্রেণী
১)আদিত্য রাম আচার্য(১ম)- রোজ গার্ডেন একাডেমি
২)স্বস্তিকা ধর(২য়)- সি.টি মডেল
৩)উম্মে হানি রাদিয়া( ৩য়)- হযরত পীর পন্থিশাহ (র) কপ্লেক্স

সপ্তম শ্রেণী
১)তালহা জুবায়ের তরফদার( ১ম)-রোজ গার্ডেন একাডেমি
২)সান্দিয়া জাহান(২য়)-লতিফা সিদ্দিকী গার্লস স্কুল
৩)সোলাইমান ওয়াসী (৩য়)- রোজ গার্ডেন একাডেমি
প্রতি প্রথম স্থান অর্জনকারীদেরকে প্রাইজ মানি ১০০০০/ (দশ হাজার) টাকা করে তিন জনকে,দ্বিতীয় স্থান অর্জনকারীদেরকে প্রাইজ মানি ৭০০০/(সাত হাজার)টাকা করে তিন জনকে এবং তৃতীয় স্থান অর্জনকারীদেরকে ৫০০০/(পাঁচ হাজার) করে তিন জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে, এছাড়া আরও ১৮ জন শিক্ষার্থীকে এক হাজার টাকা সমপরিমানে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

 

 

অত্র ক্লাবের আই সি টি বিষয়ক সম্পাদক বলেন:
আমাদের অগ্রদূত মেধাবৃত্তি পরিক্ষা-২০২৪ ইং এর সমাপনী অনুষ্টান, সুন্দরভাবে শেষ হলো, সবার আন্তরিক প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমরা অগ্রদূত পরিবার সীতাকুণ্ড থানার ৭ নং কুমিরা ইউনিয়ন এবং ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের সর্বমোট ১৮ টি স্কুল ও মাদ্রাসা থেকে ৭ম, ৮ম এবং ৯ম শ্রেনীর সর্বমোট ৬০০ শিক্ষার্থীর মধ্যে মেধা বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয় ৮ নভেম্বর ২০২৪ ইং, পরিক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝ থেকে মেধার ভিত্তিতে তিনটি ক্লাসের মোট ২৭ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১ লক্ষ টাকা বৃত্তি প্রধান করা হয় আজ ২৩ নভেম্বর ২০২৪।

সর্বোপরি সকলের আন্তরিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে আমরা সফল একটা অনুষ্টান শেষ করতে পারলাম, সবার প্রতি আমরা কৃতজ্ঞ, এবং অদূর ভবিষ্যতে আমরা যাতে আরো সুন্দর সুন্দর কর্মকান্ড হাতে নিতে পারি তার জন্য অগ্রদূত পরিবারকে দোয়া করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
error: protected !!

Copyright© 2025 All reserved