ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা আসলাম চৌধুরীর চন্দ্রনাথ মন্দির পরিদর্শন
বিএনপির গ্রুপ সংঘর্ষে: আহত যুবদল নেতা জিহাদের মৃত্যু
লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র ঈদ পুনর্মিলন
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
ফটিকছড়িতে পিবিআই তদন্ত শেষে বাদির উপর বিবাদীর হামলা
 “বাংলাদেশের চিত্র” পরিবার’র দ্বিতীয় দফায় ঈদ উপহার বিতরণ
৬৫০ টাকা কেজি গরুর মাংস, ডিম ডজন ১০৮ টাকা
রাষ্ট্র সংস্কারে প্রাণ দিতে হয় দিব : প্রয়োজনে রাস্তায় নেমে আসব (এনসিপি)

কবি মোঃ শাহিনুর রহমার ‘র একগুচ্ছ কবিতা 

তুমি সুন্দর
তুমি সুন্দর –
তাই চেয়ে থাকি অপলক দৃষ্টিতে,
তুমি সুন্দর যখন ভেজ শ্রাবণের বৃষ্টিতে।
তুমি সুন্দর –
তোমার হাসির জন্য
হাসিতে তোমার মুক্ত ঝরে,
বিজলির মেয়ে তাই লাজে মরে।
তুমি সুন্দর-
সাঁজার জন্য
সাঁজলে তোমায় সুন্দর দেখায়
মনে হয় রুপ পরি,
না সাঁজলেও তুমি অধিক সুন্দর,
যেন বিশ্ব সুন্দরী।
তুমি সুন্দর-
কথার জন্য
কথা বল তুমি কবির ভাষায়
ছন্দের সুরে-
কোকিলের কুহু ডাক বিলিন করে।
তুমি সুন্দর –
তোমার নিজের গুনে
এ জীবন ধন্য আজ
তোমার আগমনে।
তুমি খুব সুন্দর-
এ ধরার পরে
প্রকৃতি ঋনি আজ তোমার তরে।
প্রশ্ন
পুতুল খেলার ছলে
কাছে কেন এলে ?
তোমাকে ভাবতেই দুচোখ ভাসে জলে।
সত্যিই আমি একা
পাব কি তার দেখা ?
দু-জন আজ দু মেরুতে
একি বিধির লেখা ?
কষ্টের নদী দিতে হবে পাড়ি
একা কি আমি পারবো ?
তুমি বল বিধি এ কেমন পরিনতি
শুধুই কি আমি হারবো?
ভালবাসা নাকি স্রষ্টার দান –
স্বর্গ থেকে আসে
সত্যিই কি ভুল করেছি আমি ভালবেসে ?
স্বপ্ন ভরা দু-নয়ন
শুধুই তাকে খোজে
বিধাতার দান সুন্দর মন
সত্যিই কি সে বোঝে  ?
তুমি আসবে বলে
তুমি আসবে বলে-
পূর্ব গগনে সূর্য ওঠে,আলো ঝলমলে
তুমি আসবে বলে-
প্রজাপতি ছাঁয়া দেয়,রঙিন ডানা মেলে।
তুমি আসবে বলে-
ফুল ফুটে ঝরে যায়,তোমায় ছুবে বলে
তুমি আসবে বলে-
উত্তাল সাগর পরিপূর্ন,শান্ত শীতল জলে।
তুমি আসবে বলে-
রোদ্রের দুপুরে বৃষ্টি নামে,তোমায় ভিজাবে বলে
তুমি আসবে বলে-
খোলা আকাশে মুক্ত পাখিরা,গান গেয়ে উড়ে চলে।
তুমি আসবে বলে-
গোধুলি লগ্নে রাখাল ছেলে,পথ ভূলে হেটে চলে
তুমি আসবে বলে-
খর স্রোতে নদীর বুকে,পালতুলে নাও চলে।
তুমি আসবে বলে-
পশ্চিম কোনে,সূর্য পড়েছে ঢুলে
তুমি আসবে বলে-
নদীর দু’কুল সেজেছে কাশফুলে।
তুমি আসবে বলে-
রাতের আকাশে,চাঁদ তারা করে খেলা
তুমি আসবে বলে-
আমার পৃথিবীতে,একাকী পথ চলা।
নীরবতা
অসহাত্বের কসাঘাতে পিষ্ট জীবন নীরবতার হাতে বন্দি কষ্টের দাবানলে সিক্ত হৃদয় নেই কোন সঙ্গি।
বৃক্ষহীন মরুভুমি ফুলহীন তরুলতা একাকীত্বে পরম বন্ধু শুধই নীরবতা।
শান্ত আকাশ শান্ত নদী শান্ত মাতাল হাওয়া জীবন যুদ্ধে পরাজিতের
সঙ্গি নীরবতা।
বিবেকহীন সমাজের নিষ্ঠুরতায় সব হারিয়ে আজ নিঃশ্ব
নীরবতার অন্ধকারে দেখি
বাস্তবতার কঠিন দৃশ্য ৷
পৃথিবী
পৃথিবী আজব বালাখানা বালুচরে বাধা ঘর,
সৃষ্টির সেরা সুন্দর মানুষ আসলেই যাযাবর।
পৃথিবীর নাট্যশালায় চলছে নানান খেলা,
নির্বোধ মানুষ নির্ভাবনায় বসিয়েছে রং এর মেলা। পৃথিবীর রঙ্গমঞ্চে সবাই অভিনেতা,
কেউ গরীব কেউ ধনী কেউবা মহান নেতা।
ক্ষনস্থায়ী পৃথিবীর বুকেচিরস্থায়ী কিছু নাই,
নির্বোধ মানুষ কত কি করে মিথ্যে বাঁচার আশায়।
পৃথিবী ভরা বহুরুপী মানুষ সকলেই তারা জানে,
এ ধরণীর কোন কিছুই চিরদিন নাহি রবে।
সময়ের শেষে অসহায় বেশে পরপারে যেতে হবে,
অদৃশ্য এক বাঁশির সুরে পৃথিবী ধ্বংস হবে।
শূন্যতা 
ভালবাসারর শূন্যতায় অতীত স্মৃতি গুলো নীড়হারা পাখির মত মনের আকাশে উড়ে, কষ্টের নীল আকাশে ব্যথার মেঘগুলো শ্রাবণের বৃষ্টির মত কান্না হয়ে ঝরে।
জীবনের স্বপ্নগুলো আজ রঙিন ফানুশ মূদ হাওয়ায় ভাসে, জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের নেই কেউ পাশে।
শূন্যতার ভূবনে তুমি বিহনে
সবকিছু হারিয়ে, দূর্যোগ পরবর্তী ধ্বংস স্তুপের উপর
আজও একা দাঁড়িয়ে।
একটি ফুল
মনের ঐ আঙ্গিনায়,হৃদয়ের বাগানে। ফুটেছিল একটি ফুল,অতিশয় গোপনে।
আগলে রেখে ছিলাম তারে,রক্ত মাংসের প্রচীর দিয়ে। সারাক্ষন রাখতাম চোখে,নির্দয়হীন মালির ভয়ে।
ফুলটি শুধুই উঠল বেড়ে,ভালবাসার ছায় পেয়ে স্পর্শ করিনি তাকে,ঝরে যাবে এই ভয়ে।
হঠাৎ এক কালবৈশাখে,সকল বাধা ছিন্ন করে। ফুলটি মালি নিয়ে গেল,হৃদয় বাগান শূন্য করে ।
শূন্য বাগান রইল পড়ে,মনের আঙ্গিনায়। প্রভু তার আজও কাঁদে,বসে নিরালায়।
পাখি
উড়াল দিল হৃদয়ের পাখি শূন্য করে বুক,
ইচ্ছে হলে দেখিনা তার
চন্দ্ৰ উজ্জল মুখ।
হৃদয় ছেড়ে যাবেই যদি বেঁধে ছিলে কেন নীড় ? হৃদয় খাঁচা শূন্য করে মারলে বিষের তীর।পাখির জন্য রইল পড়েহৃদয় সোনার খাঁচা,পাখি বিহনে এক মূহুর্তযায়না তো আর বাঁচা। আপন সুখে উড়াল দিয়ে বাধলো নতুন বাসা,কাকে নিয়ে পূর্ন করব হৃদয় শূন্য খাঁচা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved