ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা আসলাম চৌধুরীর চন্দ্রনাথ মন্দির পরিদর্শন
বিএনপির গ্রুপ সংঘর্ষে: আহত যুবদল নেতা জিহাদের মৃত্যু
লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম-মেয়র শাহাদাত
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম’র ঈদ পুনর্মিলন
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাতকানিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদ দেখা গেছে, কাল ঈদ
ফটিকছড়িতে পিবিআই তদন্ত শেষে বাদির উপর বিবাদীর হামলা
 “বাংলাদেশের চিত্র” পরিবার’র দ্বিতীয় দফায় ঈদ উপহার বিতরণ
৬৫০ টাকা কেজি গরুর মাংস, ডিম ডজন ১০৮ টাকা
রাষ্ট্র সংস্কারে প্রাণ দিতে হয় দিব : প্রয়োজনে রাস্তায় নেমে আসব (এনসিপি)

প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা অভিনন্দন:বহমান বাংলা পরিবার

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বহমান বাংলা পরিবার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বহমান বাংলা পরিবার পক্ষ থেকে
এক যৌথ বিবৃতিতে নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে এ অভিনন্দন জানান।

গত রোববার তিনি দায়িত্ব বুঝে নেন। মো. এ কে এম আবদুল হাকিম বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

বিবৃতিতে সম্পাদক মহোদয় বলেন বলেন, মো. এ কে এম আবদুল হাকিমের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব প্রেস কাউন্সিলের নেতৃত্ব গ্রহণ করায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিক মানদণ্ড এবং দায়বদ্ধতা আরও সুসংহত হবে বলে আমাদের বিশ্বাস। তার দূরদর্শী নেতৃত্বে প্রেস কাউন্সিল সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও সুষ্ঠু সাংবাদিকতাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তার সফল, কার্যকর ও গৌরবময় মেয়াদের প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে তৃণমূলের গণমাধ্যমকর্মীরা বিগত দিনে প্রশিক্ষণের তেমন সুযোগ পায়নি। বরং এই সুযোগ-সুবিধাগুলো মূলত প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে মফস্বলের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন বলে আমরা মনে করি। আমরা আশা করি, বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণ কর্মশালা বৈষম্যহীনভাবে সব সাংবাদিকের জন্য চালু হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলের সাংবাদিকরাও একদিন বড় বড় মিডিয়া হাউজগুলোতে কাজ করার সুযোগ পাবেন।
বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা নবনিযুক্ত চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের সাফল্যের জন্য সর্বদা সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য:প্রেস কাউন্সিল আইন অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবদুল হাকিমকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর গত ৯ সেপ্টেম্বর প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

৩ বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে গত বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved