১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে র্যালিটি শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়৷
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা কৃষকদলের আহবায়ক জহিরুল হক জরু এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ইবনুল হাসান সবুজ, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, যুগ্ন আহবায়ক মোঃ মমিনুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক কাজী হেলাল উদ্দিনসহ উপজেলার প্রত্যেক টি ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কেএম মামুনুর অর রশিদ তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি সেই সকল শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। যারা কৃষকদলের ডাকে সারা দিয়ে বিজয় র্যালিতে যোগদান করেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি আপনাদের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন, আজকে আমার কেন্দ্রীয় কৃষকদলের কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ফেলে আপনাদের পাশে এসেছি। আপনারা আমার শক্তি, আপনারা আমার প্রাণের স্পন্দন, আপনাদের সুখে দুঃখে আমি পাশে থাকতে চাই। আপনাদের যে কোন কাজে যে কোন সময় আমাকে ডাকবেন আমি তাৎক্ষণিক আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ।