মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্মৃতিসৌধে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ তরফদার এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম সুলতান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক জোবায়ের আহমদ, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আহমেদ পায়েল, কার্যনির্বাহী সদস্য রুবেল আহমদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতি অবিস্মরণীয় বিজয় অর্জন করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। সেই বিজয়কে উদযাপন করতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্মৃতিসৌধে একত্রিত হয়। এবং স্বাধীনতা যুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন সেই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জাতি তার বীর শহীদদের কখনো ভুলবে না।
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ।