চট্টগ্রাম নগরীর কর্ণেল হাট সিডিএ সংলগ্ন নন্দন হাউজিং এর মনোরম পরিবেশে ‘ঊষার আলো বিদ্যানিকেতন এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযালন করা হয়। এ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিজয় র্যালী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়ার আয়োজন। বিদ্যালয়ের অষ্টমশ্রেণির শিক্ষার্থী মো. রহিম উদ্দিন কতৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড তাহের- মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সকলকে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যক্রমে মনযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি অভিভাবকদের মোবাইল আসক্তি বন্ধ করার অনুরোধ জানান।
বিদ্যালয়ের পরিবেশ ও পড়ালেখার মানে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষক মো. রিয়াদ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক আল মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ- সভাপতি বাহার উল্যাহ মেজবাহ, বিদ্যালয়ের শিক্ষক মাইন উদ্দিন লিটন ও আল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. মারুফ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াছ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদদিকতা বিভাগের শিক্ষার্থী হাসান উদ্দিন সাগর প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আকবর হোসেন নাজিম।