মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির কার্যক্রম পর্যবেক্ষণ এবং সাবেক ও বর্তমান নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান।
শনিবার(২১ ডিসেম্বর) দুপুরে শিবচরের বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় খন্দকার মাসুকুর রহমান বলেন,’খুব শীঘ্রই দলের সকলকে ঐক্যবদ্ধ করা হবে। সাবেক নেতাদের পরামর্শে নবীন-প্রবীনদের সমন্বয়ে দলের কার্যক্রম পরিচালিত হবে শিবচরে। একই সাথে আগামী নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করতে প্রত্যেক গ্রামে গ্রামে ৩১ দফা সম্পর্কে জনসাধারণকে অবগত করতে হবে।’
ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সহিদ খানের আমন্ত্রন ও সহযোগিতায় তিনি উপজেলার বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজমল হোসেন খান সেলিম, কৃষক দলের যুগ্ন আহবায়ক ওমর ফারক ফরাজী, যুবদলের সাবেক সভাপতি চানমিয়া হাওলাদার, সাবেক যুবদল নেতা মোঃ জামাল বেপারী, সাবেক ছাত্রদল নেতা সোহাগ বেপারি, বিশিষ্ট শিল্পপতি রাব্বানী চৌধুরীসহ ছাত্রদল,যুবদল, কৃষকদল ও বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।’