নিজেকে সর্ব বিষয়ে সবজান্তা ভাবা, সব বিষয়ে জ্ঞানী ভাবা, সব বিষয়ে জ্ঞান দিতে চাওয়া, নিজেকে সেরা ভাবা, মুক্তমনা ভাবা, উদার ভাবা এরকম নিজেকে নিয়ে হরেক রকম অলীক উচ্চতরবোধ মনস্তাত্ত্বিক সমস্যাকে ডানিং ক্রাগার ইফেক্ট বলে।
যার জ্ঞানের পরিধি আসলে যত কম হয়,তার পৃথিবী তত ছোট হয়, অনেকটা কুয়োর ব্যাঙের মত। এমন ব্যাক্তিকে যে বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, সে বিষয় নিয়ে তাদের ধারণাই থাকে না যে বিষয়টার সীমারেখা কতটা বৃহৎ হতে পারে, কতটা অসীম হতে পারে, কতটা বৈচিত্রময় হতে পারে। কিন্তু ডানিং ক্রাগার ইফেক্টে ভোগা মানুষ কেবল তার নিজের অবস্থান থকেই বিচার করে ঐ বিষয়ে নিজের জানাটাকেই চূড়ান্ত মনে করে। অপরদিকে নির্দিষ্ট বিষয়ে যার যথেষ্ট জ্ঞান থাকে , সে অন্তত সে বিষয়ের গভীরতা সম্পর্কে সচেতন থাকে, তাই তারা নিজেদের অতিরিক্ত জাহির করা থেকে বিরত থাকে, জ্ঞান দেওয়া থেকে বিরত থাকে।
ব্রাটান্ড রাসেল বলসিলেন-
” নির্বোধরা সবসময় অতি নিশ্চিত আর বুদ্ধিমানরা সংশয়ে ভরা।”
এই অতি নিশ্চিত, সবজান্তা, সর্বজ্ঞানী ভাবার পিছনে যে অলীক উচ্চতরবোধ, এই মনস্তাত্ত্বিক রোগ বা সমস্যা থেকে উত্তরণের উপায় যে কোন নির্দিষ্ট বিষয়ে সুষ্ঠু জ্ঞান অর্জনের চেষ্টা এবং সেইটা যাচাই এর মনোভাব।
চারপাশে অনেককেই দেখি নিজেকে মুক্তমনা দাবি করতে, লিবারেল দাবি করতে, কিন্তু তাদের নানা বিষয়ে ফ্যালাসি, দ্বিচারিতা, বিভিন্ন বিষয়ে অসামঞ্জস্যতা যখন চোখে পড়ে তখন বুঝতে পারি যে মুক্তমনা বা লিবারেল বলতে আসলে কি বোঝায় সে ব্যাপারে যথেষ্ঠ সুষ্ঠু জ্ঞান তার নাই এবং জানার চেষ্টা ও নাই।
যে ব্যাক্তি জাজমেন্টাল, নিজের অবস্থান থেকে সর্বদা অন্যকে বিচার করে, নিজের জ্ঞানকেই সঠিক এবং চূড়ান্ত মনে করে, সে ব্যাক্তি লিবারেল এবং মুক্তমনা হতে পারে কিনা সেইটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ।