২৭ডিসেম্বর, শুক্রবার, জমে উঠেছিলো শব্দকুঠি ৫১ তম সাহিত্য আসর।জমজমাট এই আসরের এবারের সন্মানিত সভাকবি ছিলেন কবি এস.এম. মনজুর রশীদ। তিনি বর্তমান কবি সময়ের আধুনিক ও শক্তিমান কবি। আসরের শুরুতেই সভাকবি তার পছন্দের একগুচ্ছ কবিতা পাঠ করেন! শুরুতেই তিনি মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে উপস্থিত সবার মন জয় করতে পেরেছেন। এছাড়াও আসরে আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও লেখক আশফাকুজামান, শব্দকুঠির সভাপতি কবি দেশ বরণ্য কবি রেজাউদ্দিন স্টালিন সহ অনেকেই সাহিত্য বিষয়ক আলোচনা করেন।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি এস.এম. মনজুর রশীদ, কবি রেজাউদ্দিন স্টালিন, শরীফ খান দীপ, কবি আয়সা জাহান নূপুর, লেখক আশফাকুজামান, কবি অনিতা দাস, কবি রোকসানা রহমান, জাহাঙ্গীর হোসাইন, কবি মোঃ আমোয়ারুল ইসলাম, কবি খলিলুর রহমান, কবি মতিনুর রহমান। কবিদের কবিতা পাঠে আসর বেশ জমে উঠেছিলো শব্দকুঠি ‘র ৫১ তম সাহিত্য আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সংগঠনের সম্পাদক কবি রোকসানা রহমান।