চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার পশ্চিম চরলক্ষ্যার সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠানের সভাপতি আর.এস.নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দীন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শফিক সাদেকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এম. মহিউদ্দিন আলাভী, মুহাম্মদ আলাউদ্দীন।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক নুর আকতার, আব্দুল্লাহ আল নোমান, সাবরিনা সূচি, তাহমিনা সুলতানা, ঝুমুর আকতার, আনিকা জাহান, জাহিদুল ইসলাম, সাবেক শিক্ষক মুহাম্মদ রুবেল। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে কৃতি শিক্ষার্থীদের হতে পুরষ্কার তুলে দেওয়া হয় এবং প্রধান অতিথি বলেন সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজ অত্র এলাকায় তথা কর্ণফুলী উপজেলায় সুনামের সাথে শিক্ষা প্রদান করে যাচ্ছে এবং বিগত দিনের SSC এর ফলাফল ১০০% হওয়াতে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সাথে আরো বলেন যে, তিনি সকল প্রকার সহযোগিতার প্রত্যাশা প্রদান করেছেন।