নিজস্ব প্রতিবেদক
তৃণমূল পর্যায়ের খেলাধুলা চর্চা ও জাতীয় ক্রীড়া বিকাশে অনবদ্য অবদান রেখে চলছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় ৪ জানুয়ারি (শনিবার) আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজিপুরে আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার বাছাই পর্ব-২০২৫ অনুষ্টিত হয়। উক্ত প্রতিযোগিতায় ফুটবলে ৮ আনসার ব্যাটালিয়ন ১০ আনসার ব্যাটালিয়নকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী এবং ১০ আনসার ব্যাটালিয়ন আনসার গার্ড ব্যাটালিয়ন(এজিবি) কে ২-০ সেটে পরাজিত করে বিজয়ী হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক, আনসার ও ভিডিপি একাডেমি। এছাড়াও উপমহাপরিচালক (ঢাকা রেঞ্জ) সহ বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়। এমন আয়োজন বাহিনীর সদস্যদের মাঝে নতুন উদ্যমে কাজ করার মনোবল তৈরি করে এবং একই সাথে জাতীয় ক্রীড়াক্ষেত্রেও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।