রংপুর গংগাচড়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আলবেদা খাতুন বিবেক ফাউন্ডেশন এর চেয়ারম্যান তৈয়ব আলী।
সোমবার ৬ই জানুয়ারি সকালে কলেজ মোড় সংলগ্ন ফাউন্ডেশন কার্যালয়ে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় সংগঠনটির প্রধান সমন্বয়কারী আবুল হাসান বলেন,আমার মা আলবেদা খাতুন এর স্মৃতিকে ধরে রাখতে এই ফাউন্ডেশনের জন্ম।
গত ৩ বছর ধরে কম্বল বিতরণ কর্মসূচীসহ আত্ম মানবতার সেবা কার্যক্রম চালিয়ে আসছে আলবেদা খাতুন বিবেক ফাউন্ডেশন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের (সচিব) সুলতানা নাসরিন বানু ও কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।