ঢাকা, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২, ২১ জিলকদ, ১৪৪৬
সর্বশেষ
চট্টগ্রামের বাঁশখালীতে দেশের প্রথম আবহাওয়া ক্লাব উদ্বোধন
মানবসেবা সংগঠন উদ্যোগে হালিশহরে শরবত বিতরণ
চট্টগ্রামে পাহাড়ধস এর প্রেক্ষিতে ট্রিগার থেশহোল্ড বিষয়ক বৈধকরণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্ববৃহৎ (৫ম) সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বতন্ত্র কণ্ঠস্বরগুলো এক কন্ঠস্বরে রূপান্তর হলে অপারেজেয় শক্তির অভ্যুদয় ঘটে
চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের আড়ম্বরপূর্ণ শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত
৯৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মা দিবস ও অভিভাবক সমাবেশ
নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইটা কঠিন
সীতাকুণ্ডে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা 
শ্রীশ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১তম বার্ষিকী

মাঈন উদ্দীন রাকিব এর ৩টি কবিতা

ভোকাল কর্ড

ভোকাল কর্ড ক্রমশ হয়ে যাচ্ছে ক্ষীণ,
শব্দগুলো বেরুবার পথে ঘটছে বিঘ্ন।
নিরবে পথচলা সদা তবুও হাপিত্যেশ,
নির্বাক হৃদয়ে মম অশান্তির রেশ।
পারমাণবিক বোমা হচ্ছে ক্ষীণ কণ্ঠে
বিস্ফোরিত হবে হয়তো আন্দোলিত পথে।
লোলিত মিছিলে বলবো সত্য নির্দ্বিধায়
চঞ্চল হৃদয় আছে সেই প্রতীক্ষায়।
তেজ বোধের সঙ্গমে হবে উন্মোচিত
যাহা ছিল এতকাল হিয়ায় সঞ্চিত।
শত তবক মাড়িয়ে মরুৎ কাঁপিয়ে
তব ছন্দপাতে আনবো বিজয় ছিনিয়ে।
জালুত ফারাও হও খুশি পারো যত
কিরণ শিখায় হবে সত্য প্রকাশিত।
তব শৃঙ্খল ভেদিয়া দুর্দম ঝঞ্চ্বাটে
তব বিপরীতে সত্য রচিব অকপটে।

অব্যক্ত শব্দমালা

অস্ফূট শব্দ বন্দি বুদবুদ করতে থাকা বোতলের জলে,
দম বন্ধ হয়ে আসছে অবরোধের অন্তরালে।
কোনো ফাঁকফোকর নেই – পথরুদ্ধ,
অব্যক্ত শব্দমালা বন্দিদশায় শ্বাসরুদ্ধ।
বৃথা চেষ্টায় কাটে অষ্টপ্রহর, ঢুলে পড়ে ক্লান্তিতে
শিরদাঁড়া ক্ষয়ে গেছে, বাধা নেই ফণীমনসা হতে।
কখনো কিসমিসের মতো ফুলে ফেঁপে উঠে ক্ষোভে
অবরোধের প্রাচীর ভেঙে যেতে চায় ক্ষিপ্র বেগে।
সত্য আড়ালে আবডালে রাখা যায় না কোনো কালে
পাখির সুরে ধ্বনিত হয় বিকল্প মগডালে।

হৃদয় মাঝে হাহাকার

হৃদয় মাঝে হাহাকার
অশান্তি কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে
আমি শুধু নির্বাক চেয়ে আছি আকাশের পানে।
হতাশাগুলো বিক্ষিপ্তভাবে গ্রাস করছে
কখনো উল্কাপিণ্ডের ন্যায়, কখনো মৃদু বায়
কোনো প্রতিকার নেই, নিরব হয়ে শুনছি কানে।
দুঃখের বহ্নিশিখা, ব্যাথার দহন অন্তরকক্ষে
চিড় ধরিয়েছে, প্রাণভোমরা হাহাকার করে
মন উড়াল দিতে চায় উর্ধ্বে গগনে।
তিলে তিলে ক্ষয় করছে অশান্তির পোঁচড়া
জীবনকে বানিয়েছে চক্ষুশূল।
মনে হয় যেনো এসে গিয়েছি জীবন সায়াহ্নে।
দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়া এই হৃদয় নিয়ে
স্বপ্নগুলোকে সাঙ্গ করে
এগিয়ে যেতে চাই প্রতি ক্ষণে।
হৃদয়ের বাঙ্কারে থাকা
বিবর্ণ স্বপ্নের চাদরে আবৃত সুপ্তোত্থিত জেদ
পৌঁছে দেবে নতুন জীবন গঠনে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
error: protected !!

Copyright© 2025 All reserved