তেজ যে কবেই গেছে খসে-বেনো জলে ভেসে,
সর্বহারা দ্রুতি, হারায় গতি-পাগলেরই বেশে।।
রোদের তেজ কে মেঘ নিয়েছে, বৃষ্টির তেজ খরা-
হতাশায় হায় তেজ ক্ষয়েছে, বেঁচে থেকেও মরা।।
প্রেমের তেজ বিরহ খেয়েছে, সোজা’ পড়েছে নুয়ে,
দুষ্ট হাওয়ায় তেজ থামে, কামনা বাসনা যায় ক্ষয়ে।।
মায়া মমতা তেজ হারা আজ-হিংসা বিবাদ লোভে,
দরদের গীতি, স্নেহ প্রীতির তেজ কমেছে ক্ষোভে।।
হাঁস-ফাঁস, কাশ কাশ, জীবনটাতো আর চলে না,
তেজ হারায়, স্বাধীনতা কমে যায় জীবনটা বেদনা।।
তেজ, যেন আজ তেজী ঘোড়া দামটা খুবই চড়া,
কেমনে লালন তেজ পালোয়ান-‘জীবন যুদ্ধে তাই ধরা।
