বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোংলা উপজেলা বুড়িরডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে দি- বার্ষিক সম্মেলন (২০২৫) উপলক্ষ্যে দিগরাজ বাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস চত্বরে ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এক শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয় ।
আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার নায়েবে আমীর, সাবেক ভাইস – চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট অধ্যাপক মাওলানা মোঃ কোহিনুর সরদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রবিউল ইসলাম মিলন, সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন বাবর মোছাল্লি,উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসেন,বুড়িডাঙ্গা ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ সোলায়মান হোসাইন , বুড়ির ডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম প্রমূখ ।
এ সময়ে প্রধান অতিথি বলেন,শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য । ইসলামী শ্রমনীতি ছাড়া সমাজ এবং রাষ্ট্রে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব নয় । প্রধান অতিথির বক্তব্য শেষে ২০২৫ সালের জন্য বুড়িডাঙ্গা ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়ির ডাঙ্গা ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয় ।
সভাপতি মোঃ আরিফুল ইসলাম সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, হাফিজুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,সাংগঠনিক মোজাম মোল্লা, কোষাধক্ষ্য মোঃ বাসারুল ইসলাম , দপ্তর সম্পাদক মোঃ রাহাদ হোসেন, ট্রেড ইউনিয়ন সম্পাদক বিল্লাল হোসেন ,প্রচার ও প্রযুক্তি সম্পাদক মোঃ আল-আমিন , সহ ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় ।